হোম > সারা দেশ > বাগেরহাট

পুলিশের ওপর হামলার ঘটনায় হেফাজতের ২ কর্মী গ্রেপ্তার

প্রতিনিধি

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গতকাল সোমবার রাতে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের রাফিন সরদার ও ত্রাণ মোল্লা।

এর আগে পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল সোমবার  রাতে মোল্লাহাট থানার এসআই মোঃ শাহিনুর রহমান গোলদার বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামী করে মামলা দায়ের করেন।  

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পুলিশের ওপর হেফাজত কর্মীদের হামলার ঘটনায় ২৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে আসামী করে মামলা দায়ের করা হয়। ঘটনার সাথে জড়িত দুইজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অন্য আসামীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

 হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে মিছিলের প্রস্তুতি কালে হেফাজত কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ অন্তত ৭ পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতের আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন:

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’