হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাট-৩ আসন ভাঙার প্রস্তাবের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাট-৩ আসনে থাকা মোংলা ও রামপালকে ভেঙে পৃথক করা ও বাগেরহাট-৪ আসন বিলুপ্তের প্রস্তাবের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

মোংলা পৌর বিএনপির আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির নেতা বাবুল হোসেন রনি, পৌর বিএনপি নেতা খোরশেদ আলম, নাসির তালুকদার, গোলাম নুর জনি, জসিম উদ্দিন, কাজী ফারুক, আব্দুল কাদের, আব্দুস সালাম ব্যাপারী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের এমন প্রস্তাব মেনে নেবে না মোংলা-রামপালবাসী। তাঁরা বাগেরহাট-৪ আসন বহাল ও বাগেরহাট-৩ আসন না ভেঙে আগের মতো চান। অন্যথায় মোংলা বন্দরসহ শিল্পাঞ্চল অচল করে দেওয়ার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এটি নির্বাচন কমিশনের ষড়যন্ত্র এবং এর উদ্দেশ্য নির্বাচনকে বিলম্বিত করা। বক্তারা এই সিদ্ধান্ত বাতিলের দাবি তোলেন। তাঁরা জানান, দাবি আদায়ে শিগগির কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার নির্বাচন কমিশন বাগেরহাট-৩ আসন ভেঙে পুনর্বিন্যাস ও বাগেরহাট-৪ আসন বিলুপ্ত করে গাজীপুরে আরেকটি আসন বৃদ্ধির প্রস্তাব দেয়। এতে ওই দিন বিকেল থেকেই ক্ষোভে ফেটে পড়ে বাগেরহাটবাসী। এ নিয়ে রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাতে থাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’