হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে স্ত্রীকে হত্যা মামলায় এনামুল হক হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ রোববার বিকেলে আসামির অনুপস্থিতিতে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মো. মঈন উদ্দিন এ রায় ঘোষণা করেন। 

দণ্ডাদেশপ্রাপ্ত এনামুল শরণখোলা উপজেলার রতিয়ারাজাপুর গ্রামের বারেক হাওলাদারের ছেলে। 

মামলায় জানা গেছে, ২০১৭ সালের ২৬ অক্টোবর বিকেলে যৌতুকের দাবিতে রতিয়ারাজাপুর গ্রামের নিজ বাড়িতে স্ত্রী হেলেনা বেগমকে পিটিয়ে হত্যা করেন স্বামী এনামুল হক। পরে নিহতের ভাই একই উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের আব্দুস সালাম বাদী হয়ে এনামুল হকসহ সাতজনকে আসামি করে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২ মার্চ শরণখোলা থানার তৎকালীন এসআই আবুল বাশার খলিফা এনামুল হকসহ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

মামলাটির দীর্ঘ শুনানি ও চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক এই রায় দেন। দণ্ড প্রাপ্ত এনামুল হক হাওলাদার দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রনজিৎ কুমার মন্ডল। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আল মামুন।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’