হোম > সারা দেশ > বাগেরহাট

নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বৃদ্ধাকে হত্যা, আটক ২

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 

আলেয়া বেগম। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার উমজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম (৮০) ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং জড়িত অভিযোগে কাওসার ভাবনা (২৮) ও আনসার ভাবনা (২২) নামের দুই ভাইকে আটক করেছে।

আলেয়ার ছেলে ভ্যানচালক ফেরদাউস হাওলাদার জানান, তাঁর দুই ছেলে ও চার মেয়ে। প্রতিবেশী যুবক কাওসার প্রায়ই তাঁর মেয়েদের হয়রানি করতেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একটি মেয়ে নলকূপে পানি আনতে গেলে কাওসার তাকে জড়িয়ে ধরেন। পরে সে ঘরে ফিরে কাঁদতে কাঁদতে বিষয়টি স্বজনদের জানালে দাদি আলেয়া এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কাওসার ও তাঁর ভাই আনসার ইট ও পাথর দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে তিনি নিজেই পুলিশ সদস্যদের নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাওসার ও আনসার নামের দুই ভাইকে আটক করা হয়েছে। আলেয়ার লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাটে নদীতে জালিবোট উল্টে নারী-শিশুসহ আহত ২০

মোংলায় ৩২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফকিরহাটে আগুনে পুড়ল শতবর্ষী গাছ

চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

তিন দফা দাবিতে দক্ষিণ অঞ্চলের ১৮ রুটে পরিবহন ধর্মঘটের ঘোষণা