হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন আহত, সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতেরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এমন অভিযোগ করেন আহত শিক্ষার্থী ও তাঁদের সতীর্থরা। 

আহতরা হলেন—এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিব রাদ, বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী ঋত্বিক রায়হান, পিসি কলেজের শিক্ষার্থী মো. ফারদিন। 

আহত শিক্ষার্থী ঋত্বিক রায়হান বলেন, ‘গত ৯ আগস্ট বিকেলে বাগেরহাট শহরের পৌর পার্কে তানজিব রাত, সাদমান ইসরাক রাইয়ান, মো. ফারদিনসহ আমরা বেশ কজন বসে ছিলাম। এ সময় বাসাবাটি এলাকার তিন-চারজন বখাটে আমাদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। একপর্যায়ে তারা কজন শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’ 

ঋত্বিক রায়হান আরও বলেন, ‘ওই বখাটেরা সেখান থেকে চলে গিয়ে কিছুক্ষণ পরেই দেশি অস্ত্র, লোহার রডসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ শিক্ষার্থীদের মারধর ও কুপিয়ে আহত করে। হামলায় থাকা সন্ত্রাসীদের মধ্যে বাসাবাটি এলাকার বাবু, রনি, রাকিব, শামীম, জুয়েল, সজীব ওরফে গ্যাস সজীব, সজীব ওরফে কালা সজীবকে আহত শিক্ষার্থীরা চিনতে পেরেছেন। হামলাকারীরা এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাই।’

সংবাদ সম্মেলনে, আহত শিক্ষার্থী ছাড়াও খান আল মামুন, রেজওয়ান শরিফ রাজু, খানমাহাদী বিল্লাহসহ বিভিন্ন কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ