হোম > সারা দেশ > বাগেরহাট

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হামলাকারীদের শাস্তির দাবি

বাগেরহাট প্রতিনিধি

চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ও সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকেলে বাগেরহাট এলজিইডির জেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘একটা সময় ছিল বিভিন্ন সরকারি দপ্তরে টেন্ডারবাজি হতো। বর্তমানে সরকার ইজিপি চালু করায় টেন্ডারবাজি বন্ধ হয়েছে। কিন্তু এখনো কিছু সন্ত্রাসী অনৈতিকভাবে কাজ পাওয়ার জন্য প্রকৌশলীদের ওপর চাপ প্রয়োগ করেন।’ 

তাঁরা আরও বলেন, ‘এই ধরনের নিয়মবহির্ভূত কাজে রাজি না হওয়ায় চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এটা খুবই হতাশাজনক।’ এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তাঁরা। 

মানববন্ধনে বক্তব্য দেন এলজিইডি বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় মোহান্ত, সদর উপজেলা প্রকৌশলী নির্মল কুমার কুন্ডু, প্রকৌশলী মো. সাইদুর রহমান, মো. আলতাফ হোসেন, কৌশিক বালা, এলজিইডি কর্মকর্তা খোন্দকার জাহিদুল হক, বাদল কুমার দাশ, নীতিশ রঞ্জন গাইন, আবু ওবায়েদ প্রমুখ। 

গতকাল রোববার বিকেল পৌনে চারটার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর কক্ষে প্রবেশ করে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা করে। এ ঘটনায় ওই রাতেই নগরের খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় সঞ্জয় ভৌমিক ওরফে কংকন, সুভাষ মজুমদার, নাজমুল হাসান ফিরোজ ও মাহমুদ উল্লাহ নামে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত