হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে তালগাছে উঠে ‘হিট স্ট্রোকে’ গাছির মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে প্রচণ্ড দাবদাহে তালগাছ থেকে পড়ে এক গাছির মৃত্যু হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। আজ সোমবার সকাল ১০টার দিকে গাছের মাথায় প্রচণ্ড গরমে নিচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। 

ওই গাছির নাম মো. আমজাদ হোসেন শেখ (৫৭)। তিনি সদর উপজেলার ভট্টপ্রতাপ গ্রামের মৃত আজহার আলী শেখের ছেলে। 

আমজাদ হোসেনের ছেলে মো. কেরামত আলী আজকের পত্রিকাকে জানান, তাঁর বাবা আমজাদ পেশায় গাছি। তালগাছের মোচা কেটে রস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো আজ সকাল ৯টার দিকে তিনি তালগাছের মোচা কাটার জন্য বের হন। ৯ থেকে ১০টা গাছ কাটার পর তিনি বাড়ির পাশের একটি উঁচু তালগাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পর তিনি রোদের তেজে মাথা ঘুরে পড়ে যান। 

কেরামত আলী আরও জানান, তৎক্ষণাৎ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমজাদ হোসেন শেখ নামে এক ব্যক্তিকে পরিবারের লোকজন অচেতন অবস্থায় নিয়ে আসেন। পরে ইসিজি করে নিশ্চিত হয়েছি তিনি মৃত। প্রচণ্ড গরমে পানিশূন্যতায় সম্ভবত হিট স্ট্রোক করে তিনি গাছ থেকে পড়ে গিয়ে থাকতে পারেন। হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।’

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা