হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় কম্বিং অপারেশনে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় কম্বিং অপারেশন চালিয়ে ৮ হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। আজ শুক্রবার পশুর নদীর বানীশান্তা, বাজুয়া, দিগরাজ ও শেলাবুনিয়া এলাকা থেকে এ অবৈধ জাল জব্দ করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। সহযোগিতা করেন দিগরাজ নৌ-ঘাঁটির নৌ বাহিনীর সদস্যরা। অভিযান শেষে জব্দ করা নেট (মশারি জাল) জাল ফেরিঘাট সংলগ্ন মোংলা নদীর তীরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। 

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার ও মন্ত্রণালয়ের নির্দেশে জানুয়ারিতে শুরু করা তৃতীয় ধাপের কম্বিং অপারেশন চলবে পুরো ফেব্রুয়ারি মাস। নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ, মৎস্য ও জলজ প্রাণী সম্পদ সংরক্ষণে এ অভিযান চালানো হচ্ছে। এর আগেও প্রথম ও দ্বিতীয় ধাপের অভিযান সম্পন্ন হয়েছে। সে সময়ও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এ অভিযান ও অবৈধ নেট জালের ব্যবহার বন্ধে জেলে ও জনসাধারণকে নানা কর্মসূচির মধ্য দিয়ে সচেতন করা হয়েছে। কিন্তু তাঁরা তা না মেনে অবৈধভাবে মাছ শিকারে লিপ্ত রয়েছেন। ফলে, অভিযান চালিয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে।’

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে