হোম > সারা দেশ > বাগেরহাট

দেরিতে বরাদ্দ: কাজ শেষের আগেই ফেরত যাচ্ছে হতদরিদ্রদের টাকা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় নির্ধারিত সময়ের মধ্যে হতদরিদ্রদের কাজ শেষ করতে না পারায় ৩৪ লক্ষাধিক টাকা ফেরত যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বিলম্বে বরাদ্দ আসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরণখোলায় গত ৫ মে ২০২১-২০২২ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ৭২ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ আসে। ৪০ দিনের এই কর্মসূচিতে উপজেলার চারটি ইউনিয়নের ৪৫৩ জন হতদরিদ্র কাজ পান। তাঁরা দৈনিক ৪০০ টাকা মজুরিতে গত ১০ মে থেকে ৮ জুন পর্যন্ত ২৯ দিন কাজ করেন। সে হিসাবে সরকারি ছুটি বাদে তাঁদের ২১ দিনের বিল পাওয়ার কথা। কিন্তু কাজের মেয়াদ ৬ জুনই শেষ হয়ে গেছে। ফলে বাকি দিনের কাজ হচ্ছে না। সেই সঙ্গে দুই দিনের বিলও বাদ যাচ্ছে। ৪০ দিনের মধ্যে কেবল ২৯ দিন কাজ হলেও কর্মসূচির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বরাদ্দের ৩৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা ফেরত পাঠানো হচ্ছে।

এ ব্যাপারে সাউথখালি ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, তাঁর এলাকায় খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। বর্তমানে সুন্দরবন ও সাগরে মাছ ধরা বন্ধ। এ অবস্থায় ৪০ দিন কাজ করতে পারলে হতদরিদ্রদের অনেক উপকার হতো। 

খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ‘বর্তমান সময়ে এলাকার মানুষের হাতে কাজ নেই। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এক মাস আগে বরাদ্দ এলে এই মুহূর্তে আমাদের দরিদ্র মানুষগুলোর টাকা ফেরত দিতে হতো না।’

বরাদ্দের টাকা ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে শরণখোলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমাদের এখানে বিলম্বে বরাদ্দ আসে। এ ছাড়া ৮ জুনের মধ্যে কাজ শেষ করে বিল না পাঠালে শ্রমিকেরা টাকা পাবেন না। তাই ১৯ দিন কাজ করানো যাচ্ছে না বলে ৩৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা ফেরত পাঠাতে হচ্ছে।’

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’