হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে পুলিশের ওপর হেফাজতের হামলা, আহত ৭

প্রতিনিধি

বাগেরহাট: বাগেরহাটে হেফাজত কর্মীদের হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ সোমবার বেলা পৌনে ১১টায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহতরা মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

অন্য আহতরা হলেন–মোল্লাহাট থানার এসআই ঠাকুর দাস মন্ডল, এএসআই মো. লিয়াকত, মো. বাহারুল, পুলিশ সদস্য নাজমুল ফকির, সোহাগ মিয়া, মো. শহিদুল ইসলাম।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, হামলার ঘটনায় আহত সাত পুলিশ সদস্য আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সব থেকে বেশি আহত হয়েছেন। তার ডান পায়ে সেলাই দেওয়া হয়েছে। এছাড়া অন্য কারও সেলাই লাগেনি। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের নানা বাড়ি মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে। উদয়পুর জামেয়া হালিমিয়া মাদরাসার শিক্ষকদের নেতৃত্বে একটি মিছিল বের করে হেফাজত কর্মীরা। ওই মিছিল থেকেই পুলিশের উপর হামলার
ঘটনা ঘটে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করার জন্য বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা হাসপাতাল মোড়ে জড় হচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড় হওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশের উপর হামলা করে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

হাসপাতাল মোড়সহ মোল্লাহাটের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের