হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলা বন্দরে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় চালান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দর জেটিতে ভিড়েছে এমভি ইউনিউইসডম জাহাজ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে জাহাজটি বন্দর জেটিতে ভিড়েছে। রাত ১০টার পর থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু করা হয়। খালাসের সঙ্গে সঙ্গেই তা সড়কপথে বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মুন্সী মোহাম্মদ কামরুজ্জামান ও বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ম্যাক শিপিংয়ের খুলনার ব্যবস্থাপক আবুল হাশেম শামীম জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মূল্যবান বৈদ্যুতিক মালামাল নিয়ে বিদেশি জাহাজ এমভি ইউনিউইসডম সরাসরি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। রাত ১০টার পর থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু করা হয়েছে। তবে সম্পূর্ণ মালামাল খালাস করতে সময় লাগবে চার দিন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় চালান। এ চালানে রয়েছে ১ হাজার ৪২১ টনের ২৮০ প্যাকেজ মেশিনারি পণ্য।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, ‘মোংলা বন্দরের বিদ্যমান অত্যাধুনিক সুযোগ-সুবিধার কারণেই দেশের বেশির ভাগ মেগা প্রকল্পের মালামাল এ বন্দর দিয়েই আমদানি ও পরিবহন করা হচ্ছে। এতে বন্দর ব্যবহারকারীদের যেমন অর্থের সাশ্রয় হচ্ছে, তেমনি নিরাপদে ও দ্রুততম সময়ে মালামাল প্রকল্প এলাকায় নিতে পারছেন। পদ্মা সেতুর কারণে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় মোংলা বন্দরের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে।’

চেয়ারম্যান আরও বলেন, ‘শুধু রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নয়, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও বঙ্গবন্ধু রেলসেতুসহ দেশের বিভিন্ন স্থানের সর্ববৃহৎ মেগা প্রকল্পের সব মালামাল আসছে এই বন্দর দিয়ে। আর এটি সম্ভব হচ্ছে সম্প্রতি মোংলা বন্দর চ্যানেলের আউটারবার খনন সম্পন্নের হওয়ার কারণে। আর চলমান ইনারবার ড্রেজিং প্রকল্প সম্পন্ন হলে বড় জাহাজ বন্দরের জেটিতে সহজে ভিড়তে পারবে।’

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার এমভি কামিল্লা ও ৫ আগস্ট এমভি ড্রাগনবল রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে এ বন্দরে এসেছিল। 

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে