হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনের দস্যু করিম বাহিনীর ২ সদস্য গ্রেপ্তার, জিম্মি ২ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের দস্যু করিম বাহিনীর ২ সদস্য গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে সুন্দরবনের দস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছেন মোংলা কোস্ট গার্ডের (পশ্চিম জোন) সদস্যরা। পরে তাঁদের হেফাজত থেকে একটি একনলা বন্দুক, দুটি তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। এ ছাড়া অপহৃত দুই জেলেকে উদ্ধার করেন কোস্ট গার্ডের সদস্যরা।

আজ রোববার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা মো. শাজাহান মোল্লা (৪৮) এবং বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা মো. সুমন হাওলাদার (৩০)। আর উদ্ধার হওয়া জেলেরা হলেন পাইকগাছা উপজেলার বাসিন্দা আজিজুল শেখ (৫৫) ও আলম গাজী (৩৭)।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, শনিবার রাতে কোস্ট গার্ড এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে পরিচালনা করে সুন্দরবনসংলগ্ন কামারখোলা এলাকা থেকে একটি একনলা বন্দুক, দুটি তাজা কার্তুজ, একটি ফাঁকা কার্তুজসহ মো. শাজাহান মোল্লাকে এবং পরে সুন্দরবনসংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা থেকে মো. সুমন হাওলাদারকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দস্যু করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছেন।

অপর দিকে আজ ভোর ৫টায় সুন্দরবনের আড়শিবসা নদীসংলগ্ন এলাকা হতে করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার জেলেরা ৮ এপ্রিল থেকে করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি ছিলেন।

সিয়াম-উল-হক আরও বলেন, উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’