হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে পর্নোগ্রাফি মামলায় কনস্টেবল কারাগারে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

এর আগে রোববার বাগেরহাট আদালতে পর্নোগ্রাফি মামলা করেন এক তরুণী। ওই দিনই বাগেরহাট পুলিশ লাইন থেকে তাঁকে গ্রেপ্তার করে বাগেরহাট মডেল থানা-পুলিশ। 

গ্রেপ্তার আল আমিন শেখ খুলনা জেলার তেরখাদা উপজেলার বাসিন্দা। তিনি বাগেরহাট সদর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন। 

মামলা সূত্রে জানা যায়, আদালতে মামলার বাদী ওই তরুণীর পারিবারিক একটি মামলা ছিল। ওই মামলার সূত্রে পুলিশ কনস্টেবল আল আমিন শেখের সঙ্গে পরিচয় হয়। মামলায় তরুণীর পক্ষে কাজ করার আশ্বাস দেন তিনি। একপর্যায়ে তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে একটি ভুয়া কাবিননামায় স্বাক্ষর নেন। পরে তাঁরা দুজন স্বামী-স্ত্রী হিসেবে বাগেরহাটের একটি আবাসিক হোটেলে থাকতেন। 

একপর্যায়ে পুলিশ কনস্টেবল আল আমিন শেখ ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করেন মোবাইল ফোনে। পরবর্তী সময়ে ওই তরুণী স্ত্রী হিসেবে স্বীকৃতি চেয়ে আল আমিনের বাড়ি যেতে চাইলে আল আমিন শেখ জানান কোনো বিয়ে হয়নি, ওটা ভুয়া ছিল। আল আমিন আগের মতো সম্পর্ক চালিয়ে নেওয়ার প্রস্তাব দেন এবং বিষয়গুলো কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। 

এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে বাগেরহাট আদালতে মামলা দায়ের করেন। 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’