হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলা বন্দরে কার ইয়ার্ডে গাড়িতে আগুন, তদন্ত কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা বন্দরের কার ইয়ার্ডের একটি গাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। পরে বন্দরের ফায়ার সার্ভিস ইউনিট অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আজ বৃহস্পতিবার বন্দরের ২ নম্বর কার ইয়ার্ড থেকে গাড়ি বের করার সময় এই ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। 

আহত গাড়ি চালকের নাম ইরফান দিপু (২৭)। তিনি চট্টগ্রাম জেলার বাকুলিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি এসেছিল নিলামে ক্রয় করা গাড়িটি চালিয়ে মালিকের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাকরুজ্জান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে একটি হাইস গাড়ি বন্দরের কার ইয়ার্ডে পড়েছিল। কয়েক দিন আগে মোংলা কাস্টমস কর্তৃপক্ষ গাড়িটি নিলামে দেয়। নিলামে অংশ নিয়ে এক ব্যক্তি ওই গাড়িটি ক্রয় করেন। 

বৃহস্পতিবার ইয়ার্ড থেকে বের করার জন্য চালক চাবি দিলেই গাড়িটিতে আগুন ধরে যায়। বন্দরের নিজস্ব ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির মধ্য থেকে চালককে উদ্ধার করে এবং অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। চালক আগুনে পুড়ে আহত হন। তাকে মোংলা বন্দর হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আগুন লাগার কারণ জানতে বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক ম্যানেজার মো. শামীম হাওলাদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন।’ 

এদিকে মোংলা বন্দরের ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, দীর্ঘদিন পড়ে থাকায় যান্ত্রিক ত্রুটিতে আগুন ধরে থাকতে পারে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’