হোম > সারা দেশ > বাগেরহাট

বিয়ের অনুষ্ঠানে নাচ শেষে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে বিয়ের বাড়িতে নাচ শেষে ফেরার পথে এক নারীতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার ঘাটবিলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ শনবির সকালে এ ঘটনায় থানায় মামলা হয়। বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসরাম তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরমান শেখ (১৯), রাজীব শেখ (১৯), সোহাগ (১৮), নাসিম মোল্লা (১৯) ও করিম (২২)। তাঁদের বাড়ি মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে। 

অভিযোগকারী নৃত্যশিল্পীর বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি স্বামী, সন্তানসহ ফকিরহাট উপজেলা সদরে ভাড়া থাকতেন। 

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে এক বাড়িতে বিয়ে উপলক্ষে নাচতে আসেন ওই নারী। নাচ শেষে রাত সাড়ে ১১টার দিকে ওই নারী ও তাঁর স্বামীকে ভিন্ন ভিন্ন মোটরসাইকেলে করে ফকিরহাটের উদ্দেশে রওনা হন কয়েকজন যুবক। যুবকেরা ওই নারীকে এক সড়কে এবং তাঁর স্বামীকে ভুল বুঝিয়ে অন্য সড়কে নিয়ে যান। একপর্যায়ে একটি পরিত্যাক্ত টিনশেডে নিয়ে আটজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন। 

স্থানীয়রা টের পেয়ে অভিযুক্ত চারজনকে আটক করে টহলরত হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে মোল্লাহাট থানা-পুলিশ অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে আটক করে। 

এ ঘটনায় আজ সকালে ওই নারী বাদী হয়ে আটজনকে আসামি করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেছেন। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাটে নদীতে জালিবোট উল্টে নারী-শিশুসহ আহত ২০

মোংলায় ৩২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফকিরহাটে আগুনে পুড়ল শতবর্ষী গাছ

চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

তিন দফা দাবিতে দক্ষিণ অঞ্চলের ১৮ রুটে পরিবহন ধর্মঘটের ঘোষণা