হোম > সারা দেশ > বাগেরহাট

পশুর নদীতে তলা ফেটে ডুবে গেছে ফ্লাইঅ্যাশবোঝাই জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

পশুর নদীতে ডুবে যাওয়া জাহাজ। ছবি: আজকের পত্রিকা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলায় পশুর নদীর চরে ডুবে গেছে ৯১৪ টন ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল)-বোঝাই কার্গো জাহাজ। আজ শুক্রবার (২৭ জুন) ভোররাত ৬টার দিকে মোংলা ও পশুর নদীর ত্রিমোহনাসংলগ্ন চরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কার্গো জাহাজের কোনো কর্মচারীর ক্ষতি হয়নি বলে জানা গেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মূল চ্যানেলের বাইরে ডোবায় বন্দরের চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে দুর্ঘটনাকবলিত জাহাজ এমভি মিজান-১-এর ক্যাপ্টেন মো. শওকত শেখ জানান, তাঁদের জাহাজটি পশুর চ্যানেলে নোঙর করা অবস্থায় ছিল। আজ ভোররাত ৬টার দিকে এমভি কে আলম গুলশান-২ নামের আর একটি লাইটার জাহাজ এমভি মিজান-১ কার্গো জাহাজের ওপর উঠিয়ে দেয়। এ সময় লাইটার কার্গো জাহাজের ধাক্কায় ওই কার্গো জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া কার্গো জাহাজটিতে ৯১৪ টন ফ্লাইঅ্যাশ ছিল। ভারতের কলকাতার ভেন্ডেল থেকে এ ফ্লাইঅ্যাশ বোঝাই করেছিল মিজান-১। ঢাকার নারায়ণগঞ্জের বসুন্ধরার ঘাটে যাওয়ার পথে যাত্রাবিরতিকালে মোংলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

ক্যাপ্টেন শওকত আরও জানান, লাইটার জাহাজের ধাক্কায় তাঁদের কার্গো জাহাজের পাশ ও তলা ফেটে নদীতে ডুবে গেছে। ওই জাহাজে থাকা ১০ জন কর্মচারীই সাঁতরিয়ে নিরাপদে কূলে উঠতে পেরেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জামান বলেন, কার্গো জাহাজ এমভি মিজান-১ অপর একটি লাইটার জাহাজ এমভি কে আলম গুলশান-২-এর ধাক্কায় পশুর নদীর চরে ডুবে গেছে। তবে বন্দর চ্যানেল সুরক্ষিত রয়েছে। বন্দর চ্যানেল দিয়ে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

মোংলা পশুর নদীর ওয়াটারকিপার নূর আলম বলেন, বন্দর কর্তৃপক্ষ যদিও বলছে, চ্যানেল সুরক্ষিত আছে। কিন্তু ফ্লাইঅ্যাশভর্তি কার্গোডুবির ফলে মাছসহ জলজ প্রাণীর ক্ষতি হবে। দূষণ ছড়িয়ে পড়বে নদীতে। পরিবেশের ক্ষতি হবে। মার্কারি, সিসা, পারদের কারণে নদী ও পানিদূষণ হবে। সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতি হবে।

খুলনা বশ্বিবিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান অনুষদের অধ্যাপক ও সুন্দরবন বিশেষজ্ঞ আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, সিমেন্টের ফ্লাইঅ্যাশে বিভিন্ন ধরনের কেমিক্যালের মিশ্রণ থাকে। ফলে এটি পানিতে মিশে গিয়ে পানির যে স্বাভাবিক গুণাগুণ, সেটিকে পরবর্তন করে ফেলবে। আর যেখানে কার্গো জাহাজটি ডুবেছে, সেখান থেকে যত দূর পর্যন্ত ফ্লাইঅ্যাশ দ্রবীভূত হবে, তত দূর পর্যন্ত জলজ প্রাণীর বিভিন্ন রকম শারীরবৃত্তীয় জটিলতা তৈরি হতে পারে। আর সুন্দরবন ও এর আশপাশের নদী-খালে মাছের প্রজনন মৌসুম চলছে। ফলে ডিম ও নতুন রেণুও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর দীর্ঘ মেয়াদে এই দূষণ জোয়ার-ভাটার টানে মাটিতেও মিশে যাবে। ফলে উদ্ভিদরাজিও দীর্ঘ মেয়াদে ক্ষতির মুখে পড়বে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’