হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে কম দামে পণ্য কিনতে ‘বিনা লাভের বাজারে’ ভিড়

বাগেরহাট প্রতিনিধি

‘চলো পাল্টাই’ সংগঠনের বিনা লাভের সবজির বাজার। ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিনা লাভের বাজার’ চালু করেছে। এখান থেকে আলু, পেঁয়াজ, ডালসহ নানা পণ্য বাজারের চেয়ে কম দামে কিনতে পারছেন ক্রেতারা।

আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের পরিত্যক্ত যাত্রী ছাউনিতে এ বাজার চালু করেন স্বেচ্ছাসেবকরা। সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। প্রতি শুক্রবার জুমার নামাজের পর এই বাজার সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ বাজারে কম দামে পণ্য কিনতে ভিড় জমিয়েছেন স্বল্প আয়ের মানুষরা। খোলা বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে খুশি তাঁরা।

কচুয়া উপজেলার নুরুল হক বলেন, ‘দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এখানে কম দামে আলু, পেঁয়াজ, ডাল ও মিষ্টি কুমড়া কিনেছি। খুব উপকার হলো।’

আরেক ক্রেতা সোনাম উদ্দিন শেখ বলেন, ‘এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক সহায়ক। যদি এটি নিয়মিত হতো, তাহলে আমাদের জন্য আরও ভালো হতো।’

খোলা বাজারে ৭৫ টাকার আলু এখানে বিক্রি হয়েছে ৬৮ টাকায়। ১২০ টাকার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৯০ টাকায়। ১১০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকায়।

এছাড়া মিষ্টি কুমড়া, লাউ, মুলা, লাল শাকসহ অন্যান্য সবজি বাজার মূল্যের চেয়ে কেজিতে ১০-২০ টাকা কমে বিক্রি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০ ক্রেতা এ বাজার থেকে স্বল্প মূল্যে পণ্য কিনেছেন।

‘চলো পাল্টাই’ সংগঠনের সভাপতি সরদার এনামুল হক শিমুল বলেন, ‘আমরা সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য এই উদ্যোগ নিয়েছি। এখন থেকে প্রতি শুক্রবার এ কার্যক্রম চালু থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনা লাভের পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে।’

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’