হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে বাড়িতে ডেকে এনে ব্যবসায়ীকে মারধর, টাকা লুটের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় পুকুরের ইজারা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে নিজ বাড়িতে ডেকে এনে মারধরের অভিযোগ উঠেছে। হামলাকারীরা সাড়ে চার লাখ টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কচুয়া উপজেলার রাড়িপাড়া গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় ব্যবসায়ী রাতেই কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহত শরীফ তুহিন মাহমুদ রাড়িপাড়া এলাকার বাসিন্দা এবং সাইনবোর্ড ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক। হামলাকারীদের সঙ্গে উপজেলার গোয়ালমাঠ কৃষি কলেজের পুকুর ইজারা নিয়ে বিরোধ চলে আসছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। 

হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী শরীফ তুহিন মাহমুদ বলেন, ‘স্থানীয় রাসেল গাজী, আক্তারুজ্জামান অনু, সোহাগ সরদারসহ অন্তত ১২-১৩ জন আমাদের বাড়িতে যায়। আমার বাবার ফোন দিয়ে আমাকে ফোন করলে, ক্লিনিক থেকে আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে টাকার ব্যাগ ঘরে রেখে, বাইরে আসলে রাসেল গাজী আমাকে বলে, ‘‘তুই গোয়ালমাঠ কৃষি কলেজের পুকুর ইজারা নিবি না এবং পুকুরের কাছেও যাবি না বলে হুমকি দেয়।” তখন বলেছি, নিয়ম অনুযায়ী পেলে অবশ্যেই পুকুর ইজারা নেব।’ 

শরীফ তুহিন মাহমুদ আরও বলেন, ‘রাসেল গাজী পিস্তল দিয়ে আমাকে আঘাত করার একপর্যায়ে সবাই মিলে আমাকে মারধর করে। আমি অজ্ঞান হয়ে পড়লে, তারা মৃত ভেবে আমাকে ফেলে রেখে চলে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

তুহিন আরও বলেন, ‘ক্লিনিকের স্টাফদের বেতন ও বোনাস দেওয়ার জন্য সাড়ে চার লাখ টাকা ব্যাগে নিয়ে ঘরে রেখেছিলাম। জ্ঞান ফিরে আর ওই টাকাগুলো পাইনি। যারা হামলা করেছে, তাদের মধ্যে হয়তো কেউ ঘরের মধ্যে ঢুকে টাকাগুলো নিয়ে গেছে। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।’ 

শরীফ তুহিন মাহমুদ জানান তিনি সুস্থ হলে এ বিষয়ে থানায় অভিযোগ দেবেন। 

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, ‘আহত রোগীর মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নাক, মুখ থেকে রক্তক্ষরণ হয়েছে। দাঁত নড়ে গেছে, তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

এ বিষয়ে কথা বলার জন্য রাসেল গাজীকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বলেন, ‘আহত ব্যবসায়ীর পক্ষ থেকে মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে। তাঁকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’