হোম > সারা দেশ > বাগেরহাট

পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যুর ৪ দিন পর মায়ের মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

কয়েকদিন আগে বাগেরহাটের মোল্লাহাটের কলেজছাত্র আল-আমিন শেখ (১৯) মারা যান। এর চার দিন পর ওই আজ বৃহস্পতিবার দুপুর ২টার উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তায় পড়ে মারা যান তিনি তাঁর মা মিনা বেগম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশিরা জানান, গত শনিবার (২৮ মে) রাতে উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামের আল-আমিন শেখ বাড়ি থেকে বের হয়ে গোসল করতে যান। এরপর আর তাঁকে খুজে পাওয়া যায়নি। পরের দিন পুকুর থেকে ওই কলেজ ছাত্রের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে এলাকাবাসী। এরপর থেকে মা মিনা বেগম ছেলের শোকে পাগল প্রায়। একমাত্র ছেলেকে হারিয়ে মিনা বেগম খাওয়া-দাওয়া ছেড়ে দেন এবং দ্বিগবিদিক ছোটাছুটি করেন। আল-আমিন শেখ মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের ২০২২ শিক্ষা বর্ষের এইচ এসসি পরীক্ষার্থী ছিলেন। 

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জব্বার ফারুকী বলেন, মিনা বেগম নামের এক নারীকে তাঁর স্বজনেরা হাসপাতলে নিয়ে আসেন। তবে এখানে আসার আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। 

স্থানীয় গাংনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল আলম বলেন, একমাত্র ছেলে আলামিনকে হারিয়ে পাগল প্রায় মা মিনা বেগম। কোনোভাবেই মেনে নিতে পারছিল না ছেলের মৃত্যু। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মতিয়ার রহমান বলেন, মিনা বেগম নামের এক নারী মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’