হোম > সারা দেশ > বাগেরহাট

গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ভাতিজা হোসাইন শেখের (২৫) হাতে চাচা ইউনুস আলী শেখ (৪১) খুন হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী শেখ ওই গ্রামের মৃত সেকেল উদ্দিন শেখের ছেলে এবং ভাতিজা হোসাইন শেখ হলেন ইব্রাহিম শেখের ছেলে। 

চিতলমারী থানার পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান খান জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসাইন শেখ ও তাঁর মা বেবিয়া বেগম ওরফে বেবিকে (৪৫) আটক করা হয়েছে।

পুলিশ, হাসপাতাল ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সকাল ১১টায় ইউনুস আলী শেখের সঙ্গে তাঁর ভাবি বেবি বেগমের ঝগড়া হয়। এ ঘটনা বেবি বেগম তাঁর ছেলে হোসাইন শেখকে জানায়। এর জেরে সন্ধ্যায় চাচা ইউনুস আলী শেখের ওপর হামলা চালায় ভাতিজা হোসাইন শেখ। গুরুতর আহত অবস্থায় চাচা ইউনুস আলী শেখকে নিকটবর্তী চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক আবু ইসা নুর মৃত ঘোষণা করেন। 

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক আবু ইসা নুর জানান, হাসপাতালে আনার পথেই ইউনুস আলীর মৃত্যু হয়েছে। কী দিয়ে আঘাত করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

চিতলমারী থানার পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আধা ঘণ্টার মধ্যেই মা ও ছেলেকে আটক করা হয়েছে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’