বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদের চর থেকে সাহিদা বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামসংলগ্ন নদের চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাহিদা বেগম উপজেলার সোনাতলা গ্রামের মজিবর মাতুব্বরের স্ত্রী। শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, গত ৩০ মে বিকেলে সাহিদা বেগম কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন এবং আর ফেরেননি।
নিহত ব্যক্তির দেবর হানিফ মাতুব্বর জানান, ওই দিন সকালে সাহিদা বেগম একই ইউনিয়নের তাফালবাড়ী এলাকায় তাঁর বোনের বাড়ি বেড়াতে যান। সেখান থেকে বিকেলে পার্শ্ববর্তী আরেক বোনের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন।
তিন দিন ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। আজ সকালে বগী গ্রামের বলেশ্বর নদের চরে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে সাহিদার স্বামী ও কন্যা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
নিহত ব্যক্তির পরিবার জানায়, সাহিদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, ধানসাগর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।