হোম > সারা দেশ > বাগেরহাট

পশুর নদে গ্যাস ও কয়লাবাহী জাহাজের সংঘর্ষ, জেলে নিখোঁজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরের কাছে পশুর নদে এলপিজিবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পাশে থাকা কাঁকড়া ধরার নৌকা থেকে পাঁচ জেলে নদীতে ছিটকে পড়েন। তাঁদের মধ্যে চারজনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ রয়েছেন।

গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাঝি আব্দুল হাকিম (১৮)। তিনি খুলনা জেলার দাকোপ থানার রুয়ো কাটা গ্রামের বাসিন্দা। তাঁকে উদ্ধারে আজ শনিবার সকাল থেকে অভিযান চালায় মোংলা কোস্ট গার্ড। তবে দুপুর পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ টন কয়লা বোঝাই করে যশোরে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা এলপিজিবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ধাক্কা দিলে ওই লাইটার জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হয়। বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে। তবে এ সময় নদীতে কাঁকড়া ধরার নৌকায় থাকা পাঁচজন জেলে ছিটকে পড়েন। চারজন উদ্ধার হলেও আব্দুল হাকিম নামের এক জেলে নিখোঁজ থাকেন। তাঁকে উদ্ধারে আজ সকাল থেকে দুর্ঘটনাস্থল পশুর নদের করমজল এলাকায় অভিযান চালানো হয়। তবে দুপুর ১২টা পর্যন্ত উদ্ধার করা যায়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মো. জাকির বলেন, মোংলা বন্দর কর্তৃক কোস্ট গার্ড পশ্চিম জোনকে জানালে তাৎক্ষণিক কোস্ট গার্ডের দুটি টহল বোট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। অভিযান এখনো চলছে।

এদিকে এলপিজিবাহী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা বলেন, তাঁদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’