হোম > সারা দেশ > বাগেরহাট

তিন ঘেরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ মারার অভিযোগ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

ঘেরের মরা মাছ। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাছের তিনটি ঘেরে দুর্বৃত্তরা বিষ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫ লাখ টাকার মাছ মরে গেছে। উপজেলার মৌভোগ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ফকিরহাট মডেল থানায় ভুক্তভোগী চাষি একটি লিখিত অভিযোগ করেছেন।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মৌভোগ পশ্চিমপাড়া গ্রামের কাঞ্চন শিকদারের স্ত্রী মোসা. হালিমার (৪৬) তিনটি ঘেরে গত ৯ জুন গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। গতকাল সকালে তাঁর ছেলে মিরাজুল শিকদার ঘেরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন, সব মাছ মরে ভেসে উঠেছে। পরে আশপাশের ঘেরের চাষিরা উপস্থিত হয়ে নিশ্চিত হন, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে তিনটি ঘেরের অন্তত ৫ লাখ টাকার মাছ মরে গেছে।

ক্ষতিগ্রস্থ চাষি মোসা. হালিমা জানান, ঘেরে চিংড়ি ও সাদা মাছ চাষের মাধ্যমে তাঁর সারা বছরের সংসার খরচ চলে। অনেক টাকা খরচ করে ঘের প্রস্তুত করে তিনি মাছ ছেড়েছিলেন। কিন্তু দুর্বৃত্তদের দেওয়া বিষে তাঁর সারা বছরের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তদন্তের মাধ্যমে তিনি প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড