হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে হরিণের চামড়া-মাথা জব্দ, আটক ২ শিকারি কারাগারে

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে হরিণের চামড়া-মাথাসহ আটক ২ শিকারি কারাগারে। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবন থেকে হরিণের চামড়া-মাথাসহ আটক দুই শিকারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিলাস মণ্ডল এই আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার বন বিভাগের কোকিলমনি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদিক মাহমুদ বাদী হয়ে একটি মামলা করেন। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।

আসামিরা হলেন মোংলার চাঁদপাই এলাকার সুলতান খানের ছেলে মামুন (৩৩) ও একই এলাকার আক্কাছ শেখের ছেলে আ. রহিম (২১)।

মামলা সূত্রে জানা যায়, গতকাল সকালে কোকিলমনি টহল ফাঁড়িসংলগ্ন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া আহরণ করছিলেন মামুন ও রহিম নামের দুই ব্যক্তি। বনরক্ষীরা ওই দুই ব্যক্তিকে আটক করেন।

ঘটনাস্থলে থাকা দুটি নৌকা তল্লাশি করে ৪০ কেজি কাঁকড়া, ২১টি চারু ও একটি সোলার প্যানেল জব্দ করা হয়। এ ছাড়া ঘটনাস্থলের পাশে গাছে ঝোলানো অবস্থায় একটি হরিণের চামড়া ও তিনটি শিংওয়ালা মাথাও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণের মাংসগুলো পচে গেছে। চামড়া ও মাথা জব্দ করেছি। আটক দুজনের বিরুদ্ধে মামলা করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

রেজাউল করিম আরও বলেন, ‘গত ১৫ দিনে ১০০ কেজি ফাঁদ ও ৫২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। হরিণ শিকার বন্ধে বন বিভাগ টহল জোরদারের পাশাপাশি নানা পদক্ষেপ নিয়েছে।

হরিণ শিকারকে নিরুৎসাহিত করতে আমরা বনজীবীদের প্রণোদনার ব্যবস্থা করেছি। কোনো বনজীবী যদি এক কেজি হরিণ শিকারের ফাঁদ ধরিয়ে দিতে পারে, তাহলে আমরা তাকে ২ হাজার টাকা প্রণোদনা দিচ্ছি।’ সুন্দরবন ও বন্য প্রাণী রক্ষায় এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা