হোম > সারা দেশ > বাগেরহাট

বাস্তবে বাহাত্তরের সংবিধানে ফিরতে চায় না আওয়ামী লীগ: মেনন

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, ‘আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক, এই ভালো রাখার জন্য সমাজতন্ত্র বাস্তবায়ন এবং ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া জরুরি। কিন্তু আওয়ামী লীগ মুখে বললেও বাস্তবে তা চায় না। তাই দেশের মানুষকে ভালো রাখতে, দেশের উন্নয়নের স্বার্থে নেতা-কর্মীদের নিজেদের সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে হবে।’

আজ বুধবার বিকেলে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাগেরহাট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মিসভায় এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এক না। দুটি আলাদা ও ভিন্ন ভিন্ন দল। আমাদের আলাদা আলাদা আদর্শ রয়েছে। শুধু প্রয়োজনের তাগিদে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রতিহত করতে জোট করা হয়েছে।’ 

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে রাশেদ খান মেনন বলেন, ‘ওয়ার্কার্স পার্টির এক সময় তারুণ্যের শক্তি ছিল। স্বাধীনতার পরেও, যশোর, বাগেরহাটসহ বিভিন্ন অঞ্চলে ওয়ার্কার্স পার্টিকে ট্যাক্স দিয়ে কথা বলতে হতো। দলের সেই হারানো ঐতিহ্য কেউ ফিরিয়ে দেবে না। এ জন্য নিজের লক্ষ্য ঠিক করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলে ওয়ার্কার্স পার্টির সংগঠিত করতে হবে।’ 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাগেরহাট জেলা শাখার সভাপতি মহিউদ্দিন শেখের সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য দেন—দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপঙ্কর দীপু, শুসান্ত দত্ত, জেলা কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দেবনাথ প্রমুখ। কর্মিসভায় বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

নওয়াপাড়া উপস্বাস্থ্যকেন্দ্র: ফার্মাসিস্ট দিয়ে চলছে চিকিৎসাসেবা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা