হোম > সারা দেশ > বাগেরহাট

স্ত্রীসহ বাগেরহাটের ৩ বন কর্মকর্তার ব্যাংক হিসাব-সঞ্চয়পত্র অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ থাকায় বাগেরহাট জেলার ষাটগম্বুজ বন বিভাগের এসএফএনটিসি ফরেস্টার চিন্ময় মধু, তাঁর স্ত্রী লোপা রানী মণ্ডল, বাগেরহাট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ ও তাঁর স্ত্রী আকলিমা আহমেদ, আরেক কর্মকর্তা হরিদাস মধু ও তাঁর স্ত্রী দুলালী মধুর নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব ও ১৩টি সঞ্চয়পত্র অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপসহকারী পরিচালক কাজী হাফিজুর রহমান এই তিন পরিবারের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে এসব হিসাবে ২ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

চিন্ময় মধু ও তাঁর স্ত্রী লোপা রানী মণ্ডলের নামে থাকা পাঁচ ব্যাংক হিসাবে আছে ১ কোটি ৩৪ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা। এ ছাড়া জি এম রফিকের নামে ছয়টি, তাঁর স্ত্রীর নামে তিনটি, দুলালী মধুর নামে দুটি, হরিদাস মধু ও লোপা রানীর নামে একটি সঞ্চয়পত্র রয়েছে। এসব সঞ্চয় পত্রে ১ কোটি ৪৫ লাখ টাকা রয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, অভিযোগসংশ্লিষ্ট বাগেরহাট জেলার ষাটগম্বুজ বন বিভাগের এসএফএনটিসি ফরেস্টার চিন্ময় মধু, তাঁর স্ত্রী লোপা প্রাহী মণ্ডল, বাগেরহাট বন বিভাগের জি এম রফিক আহমেদ ও তাঁর স্ত্রী আকলিমা আহমেদ, হরিদাস ও দুলালী মধুর নামে পাঁচটি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন এবং ৩৫ জনের নামে মোট ১৩টি সঞ্চয় ক্রয় করা হয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে তাঁরা বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদক অনুসন্ধান করছে। অবৈধভাবে অর্জিত এসব সম্পদ তাঁরা অন্যত্র সরিয়ে ফেলতে পারেন মর্মে আশঙ্কা রয়েছে। এসব অর্থ অন্যত্র সরিয়ে ফেললে ভবিষ্যতে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এ কারণে এই হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’