হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে এতিমখানায় শিশুকে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

নিহত শিশু শিক্ষার্থী মো. আশরাফুল শেখ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা উমনে হুমাইদ একাডেমি এতিমখানায় এক শিশু শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে ওপরের ক্লাসের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।

নিহত শিক্ষার্থী মো. আশরাফুল শেখ (১২) উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের হাফেজিয়ার ছাত্র।

পুলিশ জানায়, গ্রেপ্তার শিক্ষার্থীদের একজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র (১৪)। তার বাড়ি পিরোজপুরের কাউখালীতে। আরেকজন সপ্তম শ্রেণির ছাত্র (১৪)। তার বাড়ি খুলনার বটিয়াঘাটায়।

শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার (১৯ মে) বেলা সাড়ে ৩টার দিকে ওপরের ক্লাসের দুই শিক্ষার্থী মাদ্রাসার পাশের একটি বাগানে আশরাফুল শেখকে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে। এরপর লাশ এতিমখানার পেছনে টয়লেটে রেখে দেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে লাশ উঁচু দেয়ালের ওপর দিয়ে বাইরে ফেলে দেয় তারা। রাত সাড়ে ১২টার দিকে আরেক ছাত্রকে ঘটনাটি জানায় দুই শিক্ষার্থী। সেই ছাত্র অধ্যক্ষ হাফেজ নাজমুল ইসলামকে জানান। এরপর কর্তৃপক্ষ ফকিরহাট থানা-পুলিশকে অবহিত করে।

এদিকে নিহত শিক্ষার্থীর মা মোসা. ফাতেমা বেগম বলেন, এতিমখানা কর্তৃপক্ষ ঘটনার দিন সন্ধ্যায় জানায় যে তাঁর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতে জানতে পারেন, তাঁর ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’