হোম > সারা দেশ > বাগেরহাট

সাগরে ধরা পড়া ভেটকি মাছ বিক্রি ১৮ হাজার টাকায় 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সাগর থেকে ধরা পড়া সাড়ে ১৮ কেজি ওজনের একটি ভেটকি (পাতারি) মাছ সাড়ে ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের কেবি বাজার সামুদ্রিক মৎস্য আড়তে এই মাছটি বিক্রি হয়। চার দিন আগে বঙ্গোপসাগরে জেলার কচুয়া উপজেলার বগা এলাকার জেলে মো. নজরুল ইসলামের জালে এই মাছটি ধরা পড়ে। 

ট্রলার থেকে মাছটি তুলে আড়তে নিয়ে আসলে ভোক্তা ও ব্যবসায়ীদের ভিড় জমে মাছটিকে দেখতে। উন্মুক্ত নিলাম পদ্ধতিতে সাড়ে ১৮ হাজার টাকায় ব্যবসায়ী আশা মোল্লা মাছটি ক্রয় করেন। ৩–৫ কেজির ভেটকি মাঝেমধ্যে পাওয়া গেলেও, এত বড় ভেটকি খুব কম পাওয়া যায় বলে জানান ব্যবসায়ীরা।

ট্রলারমালিক মো. নজরুল ইসলাম বলেন, ‘এবার তেমন ভালো মাছ পাইনি। তারপরও চার দিন আগে এই বড় ভেটকিটি পাই। সাড়ে ১৮ হাজার টাকা বিক্রি করেছি। এ ছাড়া এবার ছয়টি লাক্ষ্মা, বেশ কিছু বড় জাবা ও চার কেজি ওজনের একটি ভেটকি মাছ পেয়েছি। এগুলোও বিক্রি করেছি। তবে ইলিশ মাছ তেমন পাইনি।’ ইলিশ মাছ একটু বেশি পেলে লাভ হতো বলে জানান তিনি।

ব্যবসায়ী আশা মোল্লা বলেন, ‘এত বড় মাছ সব সময় পাওয়া যায় না। তাই কিনলাম। লাভ হবে কি না জানি না।’

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’