হোম > সারা দেশ > বাগেরহাট

খুলনায় সড়ক দুর্ঘটনার কবলে সেনাপ্রধানের বোন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের বোন মিসেস রুনু রেজা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা-ঢাকা মহাসড়কের লখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রুনু রেজা নিজের প্রাইভেট কারে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। গাড়িটি ফকিরহাটের লখপুর এলাকায় পৌঁছালে মোংলা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান রুনু রেজাকে বহনকারী গাড়ির পাশে ধাক্কা দেয়। প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। গাড়ির চালক আহত ও গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অপর তিন যাত্রী রক্ষা পান। চালকের দক্ষতায় গাড়িটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা এড়িয়ে খাদের নরম মাটিতে উল্টে পড়ায় বড় ধরনের ক্ষতির থেকে সবাই রক্ষা পেয়েছে বলে জানান কাটাখালী মডেল থানা-পুলিশ। 

কাটাখালী হাইওয়ে পুলিশ ও র‍্যাব-৬-এর উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে খুলনায় নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। 

দুর্ঘটনার শিকার রেনু রেজা জাতীয় মহিলা সংস্থার সভাপতি, বিথার ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর ফেসবুক প্রোফাইল থেকে এ তথ্য জানা গেছে। 

কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা কাভার্ড ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের