হোম > সারা দেশ > বাগেরহাট

২ তরুণীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতার সহকারী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণ মামলায় পলাতক আসামি মেহেদী হাসানকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মেহেদী হাসান ফকিরহাট উপজেলার জারিয়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ১৩ জানুয়ারি গভীর রাতে ফকিরহাটের জারিয়া চৌমাথা এলাকা থেকে মোটরসাইকেলগামী দুই তরুণ ও দুই তরুণীকে আটকে মারধর, টাকা ছিনতাই ও ধর্ষণ করেন ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদার ও তাঁর সহযোগী মেহেদী হাসান। পরদিন সকালে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করে। পরে তাঁদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণী বাদী হয়ে শাকিল ও মেহেদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

ওই দিন সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে মামলার প্রধান আসামি শাকিল সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ফকিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। গত সোমবার বিকেলে শাকিলকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেয় উপজেলা ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মেহেদীকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হবে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’