হোম > সারা দেশ > বাগেরহাট

ছুটি ছাড়া দুই মাস ধরে অনুপস্থিত প্রধান শিক্ষক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ছুটি না নিয়েই দুই মাসেরও বেশি সময় ধরে বিদ্যালয়ে অনুপস্থিত সদর উপজেলার শিরোখালী বেতখালী নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়ায়েবুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে উপস্থিত না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।

এ ছাড়া অনুপস্থিত এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের দুর্নীতির বিষয়ে স্থানীয়রা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। সর্বশেষ ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় মো. কামরুজ্জামান মোল্লাসহ কয়েকজন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের তৎকালীন সভাপতি মোল্লা আব্দুল জব্বার মারা যান। এরপর রূপালী ব্যাংক বাগেরহাট শাখায় থাকা বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে প্রয়াত সভাপতি মোল্লা আব্দুল জব্বারের স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষক সোয়ায়েবুল ইসলাম নয়টি চেকের মাধ্যমে ১ লাখ ৫১ হাজার টাকা তুলে আত্মসাৎ করেন। এ ছাড়া বিভিন্ন  খাতের অর্থ আত্মসাৎ করেন।

সহকারী প্রধান শিক্ষক মো. আছাদুজ্জামান বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় জটিলতার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সোয়ায়েবুল ইসলাম ও তৎকালীন সভাপতি রুহুল শেখের মোবাইল ফোনে কল দেওয়া হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকার দাস বলেন, অভিযোগগুলোর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন