হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটের ইউপি চেয়ারম্যান মনি মল্লিক উদ্ধার, হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

উদ্ধার হওয়া মনি মল্লিক। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিককে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে পুলিশের তত্ত্বাবধানে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৈমুর ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে মনি মল্লিককে উদ্ধার করা হয়। তাঁর নামে একটি মামলা রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে মনি মল্লিকের দাবি, এটি অপহরণ নয়, তাঁকে হত্যা করার উদ্দেশ্যে তুলে নেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে মনি মল্লিক বলেন, ‘চারজনের একটি দল আমাকে জোর করে মোটরসাইকেলে তুলে নেয়। তারা আমাকে কিল-ঘুষি ও লাথি মারে। আমি পা পিছলে পড়ে গিয়ে বেশ আঘাত পাই।’

তিনি আরও বলেন, ‘এটা কোনো অপহরণ নয়, আমাকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্যই তুলে নেওয়া হয়েছিল।’

মনি মল্লিক বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাটে নদীতে জালিবোট উল্টে নারী-শিশুসহ আহত ২০

মোংলায় ৩২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফকিরহাটে আগুনে পুড়ল শতবর্ষী গাছ

চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

তিন দফা দাবিতে দক্ষিণ অঞ্চলের ১৮ রুটে পরিবহন ধর্মঘটের ঘোষণা