হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে শিশুকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় মাথায় আঘাত করে রাস্তা থেকে তুলে নিয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর গত বুধবার (২৪ জুলাই) ওই শিশুর নানা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে রামপাল থানায় মামলা করেছেন। 

এর আগে সোমবার (২২ জুলাই) বিকেলে দুই আসামি রাস্তা থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা রয়েছে। 

আসামিরা হলেন—রামপাল উপজেলার ভোঁজপতিয়া ইউনিয়নে চান্দ্রাখালি গ্রামের আব্দুস ছালাম (৫০) ও মো. তুহিন (৪৫)। 

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে স্থানীয় এক বাড়ি থেকে আরবি পড়ে বাড়ি ফিরছিল ওই শিশু। পথিমধ্যে আব্দুস ছালাম ওই শিশুর মাথায় আঘাত করেন, এতে শিশুটি অজ্ঞান হয়ে যায়। পরে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে আব্দস ছালাম ও তুহিন ধর্ষণের চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ওই দিন হাসপাতালে ভর্তি করেন। তিন দিন চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার দুপুরে ওই শিশু বাড়ি ফিরেছে। 

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘ওই শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তার প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সে এখন শঙ্কামুক্ত।’ 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, শিশুর নানা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। ২২ ধারায় শিশুর জবানবন্দি নেওয়া হয়েছে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’