হোম > সারা দেশ > বাগেরহাট

পুকুরে ৩৫ মূর্তি নিয়ে সরস্বতী পূজা উদ্‌যাপন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীর চরডাকাতিয়া বিদ্যাপুকুরে ৩৫টি দেব-দেবীর মূর্তি নিয়ে সরস্বতী পূজা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে মায়ের আঁচল পূজা কমিটির উদ্যোগে ব্যতিক্রমধর্মী এ বৃহত্তম পূজার আয়োজন করা হয়।

এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত বাণী অর্চনা পূজামণ্ডপ ঘিরে ভক্তদের ঢল ছিল। পূজায় ভক্ত-দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে অংশ নিতে পারেন, সে জন্য কর্তৃপক্ষ সার্বিক ব্যবস্থা নেয়।

মায়ের আঁচল পূজা কমিটির সংশ্লিষ্টরা জানান, ২০১৬ সাল থেকে এলাকার ৪২ জন তরুণ যৌথ উদ্যোগের মাধ্যমে পূজাটি পরিচালনা করে আসছেন। ইতিমধ্যে এই বিদ্যাপুকুরের সরস্বতী পূজার সুনাম আশপাশের জেলা-উপজেলায় ছড়িয়ে পড়েছে। হাজারো দর্শনার্থী এ পূজা দেখতে আসেন।

এ পূজার মূল আকর্ষণ হলো কমিটির সদস্যদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুকুরের মধ্যে বিভিন্ন দেব-দেবীর ৩৫টি মূর্তি সঙ্গে নিয়ে পূজা করা। এসব মূর্তির মধ্যে রয়েছে, বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী, রাধা-কৃষ্ণ, শিব, কার্তিক, রাম-সীতা অন্যতম।

পূজার দুই মাস আগে থেকে সদস্যদের স্বেচ্ছাশ্রমে চলে মূর্তি তৈরির কাজ। মূর্তির কাঠামো তৈরি, রং করাসহ যাবতীয় কাজ নিজেরা করেন। মূর্তি নির্মাণের প্রধান কারিগর মলয় মণ্ডল। পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতভর ধর্মীয় যাত্রাপালার ব্যবস্থা করেছে কমিটি।

মায়ের আঁচল পূজা কমিটির সভাপতি মিলন কৃষ্ণ মণ্ডল বলেন, বিদ্যাপুকুরের সরস্বতী পূজা এলাকার একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ পূজা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম একটি পূজা হিসেবে পরিগণিত হয়েছে। তিনি সবাইকে পূজা দেখতে আসার আহ্বান জানান।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’