হোম > সারা দেশ > বাগেরহাট

সরকারি অফিসে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

বাগেরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে বাগেরহাট স্টেডিয়ামসংলগ্ন ভ্যাট অফিসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভ্যাট অফিসের অস্থায়ী কর্মচারী ও মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সুমন, স্টেডিয়ামসংলগ্ন এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম বাবু ও এক নারী।

অভিযোগ রয়েছে, ফখরুল ইসলাম বাবু ওই নারীকে নিয়ে আসেন। পরে সুমন ও ফখরুল বাবু ওই নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। ভোররাতে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হলে বিষয়টি স্থানীয় বাসিন্দারা টের পান।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এ বিষয়ে বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের উপকমিশনার আবুল কালাম আজাদ জানান, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার জন্য পুলিশ একটি মামলা করেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যাঁরা অপরাধ করেছেন, তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড