নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে পড়ে ওমর ফারুক নামের ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী বাবলাতলা স্কুল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা মো. রেজাউল করিম হাওলাদার ও তার স্ত্রী পারভীন বেগম জীবিকার তাগিদে বন্দর নগরী চট্টগ্রামে পোশাক কারখানায় চাকরি করার সুবাদে শিশু পুত্র ওমর ফারুক দাদা-দাদির সঙ্গে থাকে। গত ৩ / ৪ দিন আগে নানি সাহেরা বেগম নাতি ওমর ফারুককে উত্তর সাউথখালি গ্রামে নানা নূরমোহাম্মদ মৃধার বাড়িতে নিয়ে আসেন। আজ রোববার সকালে নাতিকে ঘরে রেখে নানি গৃহস্থলীর কাজে বাইরে যায়। ঘরে ফিরে নাতিকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উত্তর সাউথখালি ইউপি সদস্য মো. আল আমিন খান জানান, ঘরে কেউ না থাকার সুযোগে হয়তো শিশুটি খেলতে খেলতে অসাবধানতা বশত পুকুরে পড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটতে পারে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।