হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস ফ্যাক্টরিতে বিস্ফোরণ, দগ্ধ ৬

মোংলা (বাগেরহাট) ও খুলনা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস কোম্পানিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় মোংলা উপজেলার দিগরাজস্থ বসুন্ধরা গ্রুপের ফ্যাক্টরিতে সিলিন্ডারে এলপিজি গ্যাস ভরার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬ জন দগ্ধ হয়েছেন।

দগ্ধ শ্রমিকেরা হলেন, মংলার শেহালা বুনিয়ার মো. শাহ আলমের ছেলে মো. সাইফুল (৩০), রামপাল বাজারের রফিক শেখের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮), বটিয়াঘাটার নরিল ইসলামের ছেলে নুর আলম (২৬), রামপালের ইনসান শেখের ছেলে আজিম (৩১), রামপাল পেড়িখালীর মো. আরোজ আলীর ছেলে ইমরান (২৯) ও একই এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার (২৮)। দগ্ধ শ্রমিকদের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। 

দগ্ধদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানায়নি ফ্যাক্টরি কর্তৃপক্ষ। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার কথা আমরা শুনেছি। আমাদের ফ্যাক্টরির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিস্তারিত জানতে দিগরাজ এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। 

ঘটনাস্থল থেকে মোংলা থানা-পুলিশের উপ-সহকারী পরিদর্শক লিটন বিশ্বাস বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে—সামান্য দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টার দিকে আহত ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজন হাসপাতালে ভর্তি আছেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, বিভিন্ন মাধ্যমে দিগরাজ এলাকার একটি গ্যাস ফ্যাক্টরিতে দুর্ঘটনার খবর শুনেছি। কিন্তু আমাদের কোন ইউনিটকে তাঁরা জানায়নি। 

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’