হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে মাদক মামলায় মামা-ভাগনির যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে হেরোইন সংরক্ষণ, বিক্রি ও ব্যবসার অপরাধে মামা-ভাগনির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু সাইদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আজিম শেখ (৫০) ও মোরশেদা বেগম (৩৭)। রায় ঘোষণা সময় আজিম শেখ আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আজিম শেখ ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকার মৃত আব্দুল জব্বার শেখের ছেলে ও মোরশেদা বেগম একই এলাকার মো. রুবেল আকনের স্ত্রী। মোরশেদা বেগম আজিম শেখের বোনের মেয়ে। দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে আরও একটি মাদক মামলায় আজিম শেখের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি খুলনা থেকে কাটাখালিগামী একটি টেম্পো  থেকে আজিম শেখ ও মোরশেদা বেগমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তখন আজিমের লুঙ্গিতে রাখা ৫০ গ্রাম ও মোরশেদার জুতার মধ্য থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করে। একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোংলা উপপরিদর্শক মো. মজিবুর রহমান বাদী হয়ে আটক দুজনকে আসামি করে ফকিরহাট থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের পর আদালত এ রায় দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী সীতা রানী দেবনাথ বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আদালতের এই রায় কারবার বন্ধে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন মিহির কুমার দেবনাথ।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’