বাগেরহাটের ভৈরব নদ থেকে শাহাদাত হোসেন (৭১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাটের বিষ্ণুপুর এলাকার চৈঘাটসংলগ্ন নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি।
মৃত শাহাদাত হোসেন বাগেরহাটের হাঁড়িখালী এলাকার তাহের উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কিছুটা মানসিক ভারসাম্যহীনও ছিলেন তিনি।
মৃতের ছেলে আল আমিন বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মাঝে মাঝেই একা বিভিন্ন জায়গায় হাটে চলে যেতেন। গতকাল সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাইনি। এখন বাবাকে মৃত অবস্থায় পেলাম।’
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পারিনি।’
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।