হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়: আলোচিত সেই সহকারীর বদলি

বাগেরহাট প্রতিনিধি

হাফিজুর রহমান

বাগেরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের আলোচিত প্রধান অফিস সহকারী হাফিজুর রহমানকে খাগড়াছড়ি এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বদলি করা হয়েছে। রোববার (১ জুন) তাঁকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ প্রশাসনের একটি সূত্র জানায়, হাফিজুর রহমানের বিরুদ্ধে কয়েক বছর ধরেই আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং ঠিকাদারদের থেকে অনৈতিক সুবিধা গ্রহণের একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁকে বাগেরহাট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ২০১৪ সালের ২ নভেম্বর থেকে হাফিজুর রহমান বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন। দীর্ঘ এই সময়ে তিনি কর্মচারী বদলির নামে অর্থ লেনদেন, নিয়োগ-বাণিজ্য, অর্থ আত্মসাৎসহ কোটি কোটি টাকার অবৈধ আয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে খুলনা ও ঢাকায় নিজের ও বেনামে একাধিক ফ্ল্যাট, প্লট ক্রয়, বাড়ি নির্মাণ এবং নানা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার তথ্যও তদন্তে উঠে এসেছে।

সরকারের একাধিক গোয়েন্দা ও দুর্নীতি দমন সংস্থা তার অস্বাভাবিক সম্পদ এবং আর্থিক উৎস যাচাইয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এ ছাড়া অভিযোগ রয়েছে, নিজের স্ত্রীর নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানসহ অন্তত সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিনি পুলিশের বিভিন্ন সরবরাহের টেন্ডার পাইয়ে দেন। বিনিময়ে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে বিশেষ সুবিধা গ্রহণ করতেন তিনি। বিষয়টি নিয়ে পুলিশ সুপার অফিসের একাধিক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছেন।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের