হোম > সারা দেশ > বাগেরহাট

পানগুছি নদীর তীর রক্ষা কাজ শুরু, খুশি এলাকাবাসী

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোড়লগঞ্জে পানগুছি নদীর তীর ভাঙনরোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার ফুলহাতা লঞ্চঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনের নদীর তীরে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন এই কাজের উদ্বোধন করেন। 

পাউবোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. সফিউদ্দিন, পাউবো বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ-ই-আলম বাচ্চু, মোরেলগঞ্জ পৌরসভা মেয়র এস এম মনিরুল হক তালুকদারসহ স্থানীয়রা এ সময় উপস্থিত ছিলেন। 
 
দীর্ঘদিন পর হলেও এলাকাবাসীর মাঝে আশার আলো জাগিয়েছে এই নদীর তীর রক্ষাবাঁধ প্রকল্প। তবে তীর রক্ষাবাঁধের পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

এলাকাবাসী জানান, উপজেলার পানগুছি নদীর তীব্র ভাঙন ও বেড়িবাঁধ না থাকায় জোয়ার-ভাটার পানিতে হাজারো মানুষের দুর্ভোগ পোহাতে হয়। শত শত বসতবাড়ি, নদীর তীরবর্তী হাট বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। 

পাউবোর সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রক্ষা পেতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পানগুছি নদীর তীর প্রতিরক্ষা বাঁধ প্রকল্পের একনেকে অনুমোদন দেয় সরকার। পানগুছি নদীর ভাঙন থেকে উপজেলা সদর, এর সংলগ্ন এলাকা ও বিষখালী নদী পুনঃখনন শীর্ষক প্রকল্পের অধীনে ৫২ কিলোমিটার এলাকায় বিভিন্ন কাজ করা হবে। এর ব্যয় ধরা হয়েছে ৬৫৯ কোটি টাকা। এই টাকায় ১০ কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা বাঁধ, এক কিলোমিটার মেরামত, বিষখালী নদীর ২৩ কিলোমিটার পুনঃখনন ও পাঁচটি খাল পুনঃখনন করা হবে। এসব কাজ ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। 

প্রকল্প পরিচালক মো. সফিউদ্দিন বলেন, ৬৫৯ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হলে পানগুছি নদীর ভাঙন রোধ হবে। এ ছাড়া অন্যান্য কাজের ফলে এলাকাবাসী অনেক সুবিধা পাবে। সময় অনুযায়ী কাজ শেষ করার আশা ব্যক্ত করেন তিনি।

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের