হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় পুনর্বাসন না করে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটে পুরোনো মোংলা বন্দর এলাকার ঘর বাড়ি ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে এ বিক্ষোভ–সমাবেশ হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ‘বন্দর এলাকার রাতারাতি কলোনি, কসাই পাড়া, সেলাইওয়ালা ও পরিত্যক্ত ভবনে বছরের পর বছর ধরে বসবাস করছেন শ্রমিকসহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ। বসবাসকারীরা এখানে পরিবার নিয়ে প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে আছেন। কিন্তু তাদের কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে বন্দর কর্তৃপক্ষ হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্তে আমরা হতাশ।’ 

বক্তারা ‘বন্দর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শ্রমিকদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান এবং সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।’ 

এর আগে গত ২৩ জানুয়ারি পুরোনো মোংলা বন্দর পৌর শহর সংলগ্ন ১৬ একর জমিতে বসবাসকারী সহস্রাধিক পরিবারকে দ্রুত তাদের স্থাপনাসহ সরে যেতে নোটিশ দেয় মোংলা বন্দর কর্তৃপক্ষ। আগামী ১২ ফেব্রুয়ারির পর থেকে উচ্ছেদ অভিযানের ঘোষণা দেওয়া হলে বসবাসকারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

মোংলা কর্তৃপক্ষের দাবি-অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করে সেখানে বহুতল ভবন নির্মাণসহ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য শ্রমিকদের দখলে থাকা জায়গা থেকে তাদের উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, পৌর কাউন্সিলর জি এম আল আমিন। 

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’