হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে বিএনপির ২ পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০

বাগেরহাট প্রতিনিধি

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের রামপালে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লোকজনকে মারধরের পাশাপাশি বাজারের অন্তত ২০টি দোকান ও পাশের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছেন নেতা-কর্মীরা।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির নেতা-কর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দুই সভাপতি প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। বিভিন্ন সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

শনিবার রাতে ইউনিয়নের বেতবুনিয়া পাকা রাস্তার মাথায় মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিমের লোকজন সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকসহ ১১ জনকে মারধর করেন। ওই রাতেই আহতদের মধ্যে কয়েকজনকে বাগেরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে রোববার (৩ আগস্ট) বিকেলে আব্দুল আলিমের প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু ও সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকের লোকজন পুলিশের অনুমতিতে মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনের জন্য জড়ো হলে আব্দুল আলিমের লোকজন অতর্কিত সাজারুল ইসলাম সাজু ও তাঁর লোকজনের ওপর হামলা করেন।

এতে সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজুসহ কয়েকজন গুরুতর আহত হন। এই হামলার বিষয়টি ছড়িয়ে পড়লে সাজারুল ইসলাম সাজু ও তাঁর লোকজন আব্দুল আলিমের লোকজনের ওপর হামলা করেন। তাঁরা আব্দুল আলিমের বসতবাড়ি এবং সন্ন্যাসী বাজারের ২০টি দোকান ভাঙচুর করেন।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

বিকেল সাড়ে ৫টার দিকে সন্ন্যাসী বাজারে দেখা যায়, পুলিশের সামনেই সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু ও তাঁর লোকজন দফায় দফায় আব্দুল আলিমের লোকজনকে মারধরের চেষ্টা করছেন। বাজারের বিভিন্ন দোকান ভাঙচুর করছেন। আর বাজারের পাশে থাকা দুটি ভবনের ছাদ থেকে সাজুর লোকদের ওপর ইট ছোড়া হচ্ছে। পুলিশ থামানোর চেষ্টা করলেও ক্ষুব্ধ নেতা-কর্মীরা থামছেন না।

মল্লিকেরবেড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, হামলায় অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। অন্তত ৫০ জনের মতো আহত হয়েছেন।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’