হোম > সারা দেশ > বাগেরহাট

কোরবানির মাংস বিতরণ নিয়ে সংঘর্ষে জড়াল চৌধুরী বংশের দুই পক্ষ, নিহত ২

বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি

মোল্লাহাট থানা। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। গতকাল শনিবার সন্ধ্যায় চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আজিজুল চৌধুরী (৪০) ও মুরসালিন চৌধুরী (৩০)। আজিজুল সিংগাতি গ্রামের মোশারেফ চৌধুরীর ছেলে এবং মুরসালিন একই গ্রামের এরশাদ চৌধুরী ছেলে।

আহতদেরকে উদ্ধার করে মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। এই বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকালে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয়। এ নিয়ে এদিন সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পার্শ্ববর্তী গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে একই গ্রামের মোশাররফ চৌধুরীর ছেলে আজিজুল চৌধুরী (৪০) মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ চৌধুরীর ছেলে মুরসালিন চৌধুরী। এ ছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাঁদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। পূর্ববিরোধের জেরে ও মাংস বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’