বাগেরহাটের ফকিরহাটে চারটি দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। আজ রোববার দুপুরে ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে বিস্ফোরণ করে ধ্বংস করা হয়।
এর আগে, গতকাল শনিবার গভীর রাতে খুলনা-বাগেরহাট মহাসড়ক সংলগ্ন ফকিরহাটের নওয়াপাড়ার এক মাঠে পরিত্যক্ত অবস্থায় এসব জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি র্যাব। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হবে বলে জানিয়েছেন র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবির।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বিস্ফোরক ককটেলগুলো শক্তিশালী, এই ককটেলগুলো ব্যবহার হলে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা ছিল। তাই ককটেলগুলো বিশেষজ্ঞ দল দিয়ে ধ্বংস করা হয়েছে। যারা নাশকতা করতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুত করেছিল তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।