হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

বাগেরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

বাগেরহাটে মোবাইল অপারেটর কোম্পানির সিম বিক্রয়কর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকেলে ওই নারী থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার যুবকেরা হলেন বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের করোরী গ্রামের সজীব দাশ (১৯) ও লিখন দাস (২০)। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় এক ব্যক্তি সিম কেনার কথা বলে ওই নারীকে সিঅ্যান্ডবি বাজারে আসতে বলেন। তিনি রাত ৮টার দিকে সিঅ্যান্ডবি বাজারে এলেও ক্রেতা হিসেবে কথা দেওয়া ব্যক্তি সেখানে আসেননি। পরে কিছুক্ষণ অপেক্ষা করে ওই নারী বাড়ির উদ্দেশে রওনা করেন। তিনি সিঅ্যান্ডবি বাজার পার হয়ে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাকা সেতু এলাকায় পৌঁছালে এক যুবক তাঁর মুখ চেপে ধরে সেতুর নিচে নিয়ে যান। পরে ভয়ভীতি দেখিয়ে সেখানে তাঁকে তিনজন ধর্ষণ ও ভিডিও ধারণ করেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের অভিযোগে মামলা করার পর বাদীর দেওয়া তথ্য অনুযায়ী আসামিদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’