হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

বাগেরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

বাগেরহাটে মোবাইল অপারেটর কোম্পানির সিম বিক্রয়কর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকেলে ওই নারী থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার যুবকেরা হলেন বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের করোরী গ্রামের সজীব দাশ (১৯) ও লিখন দাস (২০)। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় এক ব্যক্তি সিম কেনার কথা বলে ওই নারীকে সিঅ্যান্ডবি বাজারে আসতে বলেন। তিনি রাত ৮টার দিকে সিঅ্যান্ডবি বাজারে এলেও ক্রেতা হিসেবে কথা দেওয়া ব্যক্তি সেখানে আসেননি। পরে কিছুক্ষণ অপেক্ষা করে ওই নারী বাড়ির উদ্দেশে রওনা করেন। তিনি সিঅ্যান্ডবি বাজার পার হয়ে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাকা সেতু এলাকায় পৌঁছালে এক যুবক তাঁর মুখ চেপে ধরে সেতুর নিচে নিয়ে যান। পরে ভয়ভীতি দেখিয়ে সেখানে তাঁকে তিনজন ধর্ষণ ও ভিডিও ধারণ করেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের অভিযোগে মামলা করার পর বাদীর দেওয়া তথ্য অনুযায়ী আসামিদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড