হোম > সারা দেশ > বাগেরহাট

বঙ্গবন্ধু জাতীয় ভারোত্তলন প্রতিযোগিতার তৃতীয় দিনে ৯টি রেকর্ড

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গবন্ধু জাতীয় ভারোত্তলন প্রতিযোগিতার তৃতীয় দিনে ৯টি নতুন জাতীয় রেকর্ড করেছেন প্রতিযোগিরা। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অনুষ্ঠিত বাংলাদেশ ভারোত্তলন ফেডারেশন কর্তৃক আয়োজিত চার দিন ব্যাপী প্রতিযোগিতার তৃতীয় দিনে এসব রেকর্ড হয়। 

ভারোত্তলন ফেডারেশন সূত্রে জানায়, তিন দিনে ১৫টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি, আনসার ও জেল পুলিশ দল সহ প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ১৭টি ক্লাব অংশগ্রহণ করেন। এতে মোট ১৪০ জন নারী ও পুরুষ ক্রীড়াবিদ এতে অংশ নিচ্ছেন। এদের মধ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের প্রতিযোগী মারিয়া আক্তার সীমান্ত ৭১ কেজি ওজন শ্রেণিতে স্লাচ ৮২ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৮ কেজি সহ মোট ১৯০ কেজি ওজন তুলে জাতীয় রেকর্ড গড়েন। 

এ ছাড়া একই দলের মোসা. বৃষ্টি আক্তার ৭১ কেজি ওজন শ্রেণিতে স্লাচ ও ক্লিন অ্যান্ড জার্কে মোট ১২৭ কেজি তুলে জাতীয় রেকর্ড করেন। বাংলাদেশের সেনাবাহিনীর মাজিয়া আক্তার ইকরা ৫৫ কেজি ওজন শ্রেণিতে ৭৩ কেজি, ৫৯ কেজি ওজন শ্রেণিতে স্মৃতি আক্তার স্লাচ ও ক্লিন অ্যান্ড জার্কে মোট ১৭৭ কেজি, মনীরা কাজী ৭৬ কেজি ওজন শ্রেণিতে ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজি ওজন তুলে জাতীয় রেকর্ড গড়েন। 

বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের জহুরা আক্তার নিশি ৮১ কেজি ওজন শ্রেণির ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজি তুলে জাতীয় রেকর্ড গড়েন। এ ছাড়া বাংলাদেশ সেনা বাহিনীর জিয়ারুল হক ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্লাচ ১০৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৫৪ কেজি সহ মোট ২৮৪ কেজি ওজন তুলে জাতীয় রেকর্ড গড়েন। 

জাতীয় রেকর্ড গড়া স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় স্মৃতি আক্তার বলেন, ‘ভারোত্তলন খেলায় ফিটনেসের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। জাতীয় রেকর্ড গড়তে পেরে খুব ভালো লাগছে।’

বঙ্গবন্ধু জাতীয় ভারোত্তলন প্রতিযোগিতা আয়োজনের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন, ‘একটি উপজেলায় জাতীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা ফকিরহাটবাসী খুব গর্বিত। এ প্রতিযোগিতায় নতুন নতুন রেকর্ড গড়া ও পদকপ্রাপ্তসহ সকল প্রতিযোগীকে অভিনন্দন জানাই।’

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড