হোম > সারা দেশ > বাগেরহাট

কিশোর-কিশোরীর প্রেম, বিয়ে ঠেকিয়ে দিল পুলিশ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী থানা-পুলিশ কৌশলে কিশোর-কিশোরীর বিয়ে ঠেকিয়ে দিয়েছে। আজ সোমবার বিকেল ৫টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরীর বাবা ও এলাকাবাসী পুলিশের এ ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।

চিতলমারী থানার ওসি এএইচএম কামরুজ্জামান খান বলেন, উপজেলার শিবপুর গ্রামের নবম শ্রেণির ছাত্রীর বাবা গতকাল রোববার সন্ধ্যায় থানায় লিখিতভাবে জানান যে তাঁর মেয়ে এবং প্রতিবেশীর এসএসসি পরীক্ষার্থী ছেলে নিখোঁজ হয়েছে। ছেলের বাবা তাদের গোপনে বিয়ে দিতে চান। অভিযোগ পেয়ে ছেলের বাবাকে থানায় ডেকে আনা হয়। কয়েক ঘণ্টা পর দুই কিশোর-কিশোরীকেও থানায় হাজির করা হয়। তারা পরস্পরকে ভালোবাসার কথা জানায়। তখন তাদের বোঝানো হয় যে প্রাপ্তবয়স্ক হলে তারা বিয়ে করতে পারবে। এরপর স্ব-স্ব অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। 

ওই ছাত্রীর বাবা জানান, রোববার সকাল থেকে তারা দুজন নিখোঁজ ছিল। বিষয়টি স্থানীয় কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার নাহিদা ইয়াসমিনের মাধ্যমে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে জানানো হয়। 

মহিলাবিষয়ক কর্মকর্তার নির্দেশে আকাশ শ্রাবণ মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাবাকে বাল্যবিবাহ না দিতে অনুরোধ করেন। কিন্তু তিনি বলেন, ছেলে-মেয়ের সম্পর্কের ব্যাপারে তাঁর কিছুই জানা নেই। বাধ্য হয়ে সন্ধ্যা ৭টার দিকে থানা-পুলিশ জানায়। পরে পুলিশের উদ্যোগে এ বিয়ে ঠেকিয়ে দেওয়া হয়। 

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে