হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে উদ্ধার দুই মরদেহের পরিচয় মেলেনি

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের শ্যালা নদী থেকে উদ্ধার হওয়া দুটি লাশের পরিচয় মেলেনি। আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মরদেহের পরিচয় পায়নি পুলিশ। যার কারণে দাফনের জন্য মরদেহ দুটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এর আগে গতকাল সোমবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকার শ্যালা নদীর দক্ষিণ প্রান্ত থেকে মরদেহ দুটি উদ্ধার করে কোস্টগার্ড। পরে তা হস্তান্তর করে নৌ-পুলিশের কাছে। 

এদিকে সুন্দরবনে মরদেহ উদ্ধারের খবর পেয়ে বরগুনা জেলার পাথরঘাটা ও পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা থেকে বেশ কয়েকটি পরিবার আসেন তাঁদের নিখোঁজ স্বজন কি না সেই সন্ধানে। কদিন আগে ঘূর্ণিঝড়ের সময় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে ওই এলাকার বেশ কিছু জেলে নিখোঁজ রয়েছেন। 

চাঁদপাই নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার মোর্শেদ মোবাইল ফোনে বলেন, সুন্দরবনের নদী থেকে মরদেহ দুটি উদ্ধারের পর কোস্টগার্ড সোমবার সন্ধ্যায় তাঁদের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার বাগেরহাট জেলা হাসপাতালে অর্ধগলিত মরদেহ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

ওসি আরও বলেন, কিছু নিখোঁজ জেলে পরিবারের লোকজন এসেছিলেন লাশের খোঁজে। যাঁরা এসেছিলেন তাঁরা মরদেহ দেখছেন, তবে তাঁদের কারও মরদেহ না। পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়াতে প্রয়োজনীয় আইনগত সকল ব্যবস্থা করে দাফনের জন্য মরদেহ দুটি আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে। মরদেহের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে কেউ দাবি করলে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’