হোম > সারা দেশ > বাগেরহাট

বিদ্যুৎ বিচ্ছিন্ন বাগেরহাট জেলা

বাগেরহাট প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে বাগেরহাটের বিভিন্ন এলাকায় গাছ পড়ে বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে বাগেরহাট জেলার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ সোমবার বিকেল থেকে জেলার গ্রাম থেকে শহর কোথাও বিদ্যুৎ সংযোগ নেই। 

কখন বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে, দুর্যোগ শেষ হওয়ার আগে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কর্তৃপক্ষ বলছে, আবহাওয়ার পরিস্থিতি ভালো হলে, দ্রুততম সময়ের মধ্যে হবে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকো দুটি সংস্থার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

একদিকে সিত্রাং আতঙ্ক অন্যদিকে বিদ্যুৎবিহীন অবস্থায় অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ। তবে সৌর প্যানেল এবং জেনারেটর চালিয়ে প্রয়োজন মেটাচ্ছেন কেউ কেউ। শরণখোলা উপজেলার খোন্তাকাটা এলাকার নাজমুল হাসান বলেন, গতকাল রাতে বিদ্যুৎ গেছে। এখনো আসেনি, আর কবে আসবে জানি না। ঝড় শেষ হলে দ্রুত বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন সংস্কার করে বিদ্যুৎ লাইন সচল করার দাবি জানান তিনি। 

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শরীফ আল মামুন সদর বলেন, ‘ঝোড়ো বাতাসে বিভিন্ন এলাকায় বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে আমরা বিদ্যুৎ লাইন সচল করতে পারছি না। আবহাওয়ার পরিস্থিতি ভালো হলে, দ্রুততম সময়ের মধ্যে হবে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।’ 

এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক বলেন, ‘ঝড়ের প্রভাবে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে। ঝড় শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।’ 

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’